নিজস্ব প্রতিবেদকঃ
করোনা শনাক্তে ডা. জাফরুল্লাহর গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি আজ বুধবার (১৭ জুন) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে কিটের কার্যকারিতার বিষয়ে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গঠিত কার্যক্ষমতা কমিটি। কমিটিতে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক শাহিনা তাবাসসুম।
গত ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদফতর গণস্বাস্থ্য কেন্দ্রকে বশেমুরমেবিতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে আর সেখানে কিট জমা দেয় গণস্বাস্থ্য।