নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা’য় “আমরা ১৯” ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭জুলাই) সকাল ৯ টা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।
ছবি: ত্রাণ বিতরণে “আমরা ১৯”
গাবুরা ইউনিয়নের নাপিতখালী, লেবুবুনিয়া ও জেলেখালী এবং গাবুরায় গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন “আমরা ১৯” ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাইফুল ইসলাম, আবু হাসান, সালাউদ্দিন রনি, বাদশা আমলগীর, মাহমুদুল হাসান বাদশা, আলমগীর, মোস্তাফিজুর, ইস্ররাফিল, মোক্তাদি, ইমাম, সরোয়ার, হানিফা, রহিম, বাপ্পি, কবিরুল, রবিউল, আব্দুল্লাহ, আব্দুল হাই, সুমন।