চুকনগর বধ্যভূমিতে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ডাকসুর সাবেক জিএস মোঃ মাহাবুব জামান। আজ (২৩এপ্রিল) শনিবার সকাল ১০টার সময় বধ্যভূমি পরিদর্শন করা সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে বধ্যভূমি প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণহত্যা “৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এসময় আলোচনা করেন যশোর উদিচির সভাপতি মাহাবুর রহমান মজনু, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন দোদুল, এসএএম শওকত হোসেন, রকিবুল আলম রুশো, মোঃ হিলাল উদ্দীন, এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, গিয়াস উদ্দীন খান, অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, রুহুল কুদ্দুস মুকুল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল সিংস রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, যুদ্ধকালীন ডিপুটি কমান্ডার চন্দ্র কান্ত তরফদার, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, শেখ ফিরোজ রহমান, দিনেশ রায়, আব্দুল খালেক মোড়ল, সুধাংশ শেখর ফৌজদার, রবীন্দ্রনাথ বৈরাগী, আলহাজ্ব গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম ব্রাউন, মুক্তিযোদ্ধা সন্তান এরশাদ আলী মোড়ল, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সদস্য গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় আগামী ২০মে চুকনগর গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বিস্তাতির আলোচনা হয়।