হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ থানাকে দুর্ণীতি, সন্ত্রাস, মাদক ও দালাল মুক্ত করার লক্ষ্যে আমি সচেষ্ট আছি। আমি মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে জনগনের সত্যিকারের বন্ধু হয়ে কাজ করার লক্ষে কাজ করছি। এক্ষেত্রে সাংবাদিক, জন প্রতিনিধিদের সহযোগীতা কামনা করি। কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য এসব কথা বলেন। মাসিক সভা শুক্রবার (১১ ডিসেম্বর-২০২০) বিকাল ৪ টায় থানা গোল চত্তরে থানা এলাকার আইন শৃংখলা বিষয়ে সাংবাদিক বৃন্দের সাথে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সাধারণ শেখ ইকবাল আলম বাবলু, সম্পাদক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য
কাজী আল মামুন, সাংবাদিক শাওন আহম্মেদ সোহাগ, মাসুদ পারভেজ, মহিবুল্যাহ, মহাসীন আলী, আফজাল হোসেন প্রমুখ।
এসময় থানার অফিসার ইনচার্জ বক্তব্যে আরও বলেন-আমার উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ মেনে জনগনের কল্যাণে কিছু করতে হবে। নির্যাতিত ও ক্ষতিগ্রস্থদের চিহিৃত করে তাদের জন্যে অবদান রাখতে চাই। কেননা আমাদের সকলকে একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেইদিনের জবাবদিহীতা এখান থেকে অর্জন করতে হবে। প্রত্যেকটি ইউনিয়নের বিট পুলিশের কার্যক্রম আরও তরান্বিত করতে হবে। পুলিশী সেবার মান আরও বাড়াতে হবে। সড়ক ও জনপদে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এগুলো নজর রাখছি। দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। মতবিনিময় সভায় থানার উপ পরিদর্শক, সহকারি উপ পরিদর্শগন উপস্থিত ছিলেন।