খুলনার কয়রা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শিকারী বাড়ীতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মিন্টু শিকারী (২৫) ও তার স্ত্রী শিরিনা বেগম(১৯)। আহতদ্বয় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই ঘটনার সাথে জড়িত আবু তালেব শিকারী(৪৫), আজিজুল শিকারী (৩৬) ও আছের আলী শিকারী(৬০) কে আটক করেছে কয়রা থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মিন্টু শিকারী ও আজিজুল শিকারী চাচাতো ভাই। দীর্ঘ দিন ধরে তারা একই জমিতে বসবাস করে আসছে। কিন্তু মিন্টু শিকারীর ভেঙে যাওয়া ঘর নতুন করে তৈরী করছিল। চাল ছাওয়া হয়ে গিয়েছিল। বেড়া দেওয়া বাকী ছিল। এরমধ্যে নিজের জমি আছে বলে আজিজুল শিকারী মিন্টু শিকারীর তৈরী করা ঘরে জোর করে বেড়া দিয়ে দেয়। এনিয়ে কয়রা থানায় একটি অভিযোগ করেন মিন্টু শিকারী। গত শনিবার এই বিষয়টি মিমাংশার জন্য থানায় বসাবসি হয়।উভয় পক্ষের কথা শুনে আজিজুল শিকারীকে তার দেওয়া বেড়া খুলে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু আজিজুল শিকারী বেড়া খুলে না নেওয়ায় সোমবার সকালে মিন্টু শিকারী বেড়া খুলতে গেলে দুই পরিবারের মধ্য সংঘর্ষ ঘটে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা হয়েছে এবং ধৃত আসামীদের চালান দেওয়া হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৫/০৩/২২ ইং।