পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক সদ্য প্ররায়ত আসাদুল কবির স্বপন তালুকদারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় দোয়া মোনাজাতে অংশ নিয়ে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) শোকসভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময়ে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম সহ জাতীয় পার্টি জেপির নেতাকর্মী ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে আসাদুল কবির স্বপন তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি চলমান ইউপি নির্বাচনে জাতীয় পার্টি জেপি মনোনীত ইন্দুরকানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন৷