যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের অর্ন্তগত বামনআলী চাঁপাতলা গ্রামের হাজার-হাজার মানুষের চলাচলের পথ ও এলাকার সাধারণ মানুষের বাচ্চাদের খেলার স্থান বন্ধ করে বামনআলী চাঁপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় বামনআলী চাঁপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনের রাস্তায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গ্রামবাসীর পক্ষে আশিক মাহমুদ, রিপন খা, মাষ্টার সোহেল, মশিয়ার রহমান, আলম, শাহাজান আলী, তৈয়ব আলী, বড় বাবু, ইমন, মিরাজ, জেকে, শাকিব, সুমন, অপু, উসমান, সজল, আঃ রহিম, করিম, আবু সাঈদ, তন্ময়, আকাশ, তামিম, সাইফুল, মিঠু, হৃদয়, রিয়াজ, শামিম, ফয়েজ, রেজা, তানভীর, রাব্বি, জয় শতশত মানুষ অংশগ্রহণ করেন।