এম.এ জলিল, স্টাফ রিপোর্টার ,
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকা থেকে মেহেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাস্তকৃত কারারক্ষী হুসাইন করিবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত হুসাইন কবির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের মৃত মেসের আলীর ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার লাউদিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালায়। এসময় হুসাইনকে ১’শ ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে মেহেরপুরের জেলার শরিফুল আলম বলেন, পারিবারিক একটি কারনে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত হয়ে মেহেরপুর জেলা কারাগারে সংযুক্ত আছেন।