সম্পর্কের তুলনায় স্বার্থ বড়, স্বার্থের তুলনায় অর্থ
ব্যক্তিত্বে অনড় বিবেক বোধ মানে না কোনই শর্ত।
স্বার্থান্ধ কতিপয় পথভ্রষ্ট মানব ভুলেছে স্বর্গ মত্ত
নিজস্ব স্বকীয়তা বিলিয়ে দিয়ে হারিয়েছে সব তত্ত্ব।
স্বার্থের সমুদ্রে দিগ্বিদিক হারিয়ে দুমড়ে মুচড়ে পড়ি
স্বার্থ সিদ্ধিতে তোষামোদ চলে সত্যের গড়াগড়ি।
একই কারণে বিবেক বোধকে গলা টিপেই ধরি
নাহোক তুষ্টি তবুও হারাই স্বার্থের জীবন তরী।
স্বার্থের কাছে সম্পর্ক তুচ্ছ স্বার্থই বড় জানি
অর্থ আবার স্বার্থের বড় এটুকু ঠিকই মানি।
অর্থ-স্বার্থ-সম্পর্কের উর্ধ্বে মানবতার জয়ধ্বনি
মনুষ্যত্ব বোধ বিক্রি হয় না হোকনা চক্ষু মণি।
কখনো ভাঙে কখনো গড়ে এটাই স্বার্থের কাজ
স্বার্থের কারণেই বিসর্জিত হয় হায়া শরম লাজ।
স্বার্থের সাথে অর্থের সম্পর্ক সুদৃঢ় বন্ধনে গাঁথা
ধরণী মঞ্চে অভিনয় করেই প্রয়োজনে ধরে ছাতা।
স্বার্থের জালে সবাই ধরাশায়ী সময় ভেদে ভিন্ন
মা কেবলই স্বার্থ খোঁজে না করে না সম্পর্ক ছিন্ন।
স্বার্থের পেছনে ব্যর্থের প্রত্যয় স্বার্থই কাছে টানে
কারণে অকারণে রূপ পাল্টায় স্বার্থের তীক্ষ্ণ বাণে।