ডুমুরিয়ার সাহস ইউনিয়নে প্রভাবশালী কতৃক ফলজ
-বনজ বৃক্ষ কর্তন গ্রেফতার ৩
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামের প্রভাবশালী সাইফুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ কর্তনের অভিযোগে থানায় মামলা,অতঃপর গ্রেফতার–৩
গত ৪ ডিসেম্বর ২০২১ ইং শনিবার খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেন নামের এক অসহায় কৃষকের বসতবাড়ির সীমানা থেকে ৩০টি বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ প্রভাবশালী সাইফুল মোড়ল ও তার সহযোগী মোঃ ফেরদৌস মোড়ল,মোঃ ফিরোজ মোড়ল,মোঃ মোসলেম মোড়ল, মোঃ মামুন মোড়ল,মোঃ আলমগীর মোড়ল,মোঃফয়জুল মোড়ল,মোঃ রবিউল মোড়ল সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামে।ক্ষতিগ্রস্থ অসহায় কৃষক আবুল হোসেন মোড়ল বলেন, দীর্ঘদিন ধরে খরশন্ডা গ্রামের পৈত্রিক ও ক্রয় সুত্রে প্রাপ্ত ২বিঘা ২০ শতক জমি ভোগ দখল করে আসছি হঠাৎ করে কিছু দিন পুর্বে আমাদের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করার পায়তারা করা সহ আমাকে আমার বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে।এবং উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে।
একই গ্রামের প্রভাবশালী মোঃ সাইফুল মোড়ল ও তার সহযোগী মোঃ ফেরদৌস মোড়ল,মোঃ ফিরোজ মোড়ল,মোঃ মোসলেম মোড়ল,মোঃ মামুন মোড়ল,মোঃ আলমগীর মোড়ল,মোঃ ফয়জুল মোড়ল,মোঃ রবিউল মোড়ল।
এ ঘটনায় স্থানীয় ভাবে জমি পরিমাপের দিন ধার্য থাকলেও সেটাকে তোয়াক্কা না করে সকালে লোকজন নিয়ে গাছগুলো কাটতে থাকে,আমি এবং আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে উল্টো আমাদের বিভিন্ন ধরনের ভয় ভীতি সহ জীবন নাশের হুমকি ধামকি দেয়। কোন উপায়ন্তর না পেয়ে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করি।থানা পুলিশ তদন্ত শেষে মামলা রুজু করে। মামলা নং – ৪
এ ঘটনার বিষয়ে খরশন্ডা গ্রামের প্রভাবশালী মোঃ সাইফুল ইসলামের পরিবারের নিকট জানতে চাইলে তারা এ বিষয়ে কিছু বলতে চাননি।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয় ।