খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসনে শালিখা শাখা থেকে কয়রার আমাদী ইউনিয়নের আমাদীর ভাটি পর্যন্ত (৩০ কিলোমিটার) খনন কাজ শুরু হয়েছে। এতে মৃত থেকে নতুন জীবন ফিরে পাচ্ছে কপোতাক্ষ নদ। ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়ে)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে এ খননকাজ শুরু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আমাদী ইউনিয়নের মসজিদকুড় মোড়ে এ খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
এ সময় তিনি শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে বলেন, সারাদেশে নদীগুলোকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারণ বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী।দেশের নদীগুলো সচল হলে তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে। কয়রার নদী খনন সেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কয়রায় নদী খননের কাজ শুরু হয়েছে। এখন খনন শেষ হলে নদীর ভাঙ্গন রক্ষাসহ ইউনিয়ন বাসীর জন্য ব্যাপক সুফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, নদী ভাঙ্গন রোধে সরকারের নদী খনন প্রকল্পটি যুগান্তকারী সিদ্ধান্ত।কারণ নদীগুলো বাঁচলে বাঁচবে পরিবেশ, রক্ষা হবে জীববৈচিত্র্য। তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় উন্নীত হবে। মানুষের জিবন মান উন্নয়নে এ সরকার আমাদের সুখি সমৃদ্ধশালী জীবন দিতে সব সময় চেষ্টা করে চলেছে।
আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পাউবো, খুলনার প্রধান প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু,কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাউবোর, যশোরের নির্বাহী প্রকৌশলী তাওহিদুর রহমান, কেশবপুরের উপ বিভাগীয় প্রকৌশলী মুনশী আসাদুল্লাহ, যশোরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন, কয়রা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা,পাইকগাছা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ ব্লু,অধ্যাক্ষ চয়ন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজি, সরদার নূরুল ইসলাম কোম্পানী,শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, শাহনেওয়াজ শিকারী, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, মঈনুল ইসলাম,নির্মল কুমার দাস, গণেশ মন্ডল, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান,প্রভাষক বাবলু,বিভূতি ভূষন সানা, যুবলীগ নেতা আজিজুল হাকিম, আকরামুল ইসলাম,কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু ,যুব আওয়ামী মহিলালীগ নেত্রী সুমাইয়া আমিন লতা, নাজমা কামাল, শেখ জুলি প্রমুখ।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১২/০২/২২ ইং।