নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোনের দোকান থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চাটখিল বাজারে এক ব্যবসায়ীর সাথে সিআইডি কর্মকর্তা পরিচয়ে মুঠোফোন ক্রয় করে প্রতারণা করার সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয়পত্র ও ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
আটক আল নেওয়াজ (৩৩) পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি দোকান থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেন। পরে সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা পরে দেবে বলে জানায়। দোকানদার অপারগতা প্রকাশ করলে সে সিআইডির পরিচয়পত্র দেখিয়ে দোকানদারকে হুমকি দেয়। পরে দোকানদারের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।
থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নোয়াখালী সিআইডি কর্মকর্তা রফিক জানান, বিষয়টি আমরা এখনো জানি না। তবে খোঁজখবর নিচ্ছি।