গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে আজ অজিদের মুখোমুখি হতে যাচ্ছে বাবর আজমের দল। ওয়ার্নারদের বিপক্ষে অনেকেই ইতোমধ্যে পাকিস্তানকে ফেবারিট হিসেবে দেখছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
একটি গণমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান খুব ভালো ফর্মে রয়েছে। পাকিস্তান এবার ভিন্ন ধারার ক্রিকেট খেলছে। ওদের ওপেনিং ব্যাটাররা ভালো করছে। শুধু ওপেনিং ব্যাটারদের নৈপুণ্যে পাকিস্তান জিতছে তা কিন্তু নয়। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও আসিফ আলীরাও গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। সেটি নজর এড়ায়নি বাশারের।
হাবিবুল বাশারের মতে, শোয়েব মালিক ও হাফিজ খুব ভালো ব্যাটিং করছে। পাকিস্তানের বোলিং সবসময় বিশ্বমানের। ফর্ম অনুযায়ী পাকিস্তান এগিয়ে থাকবে।
প্রসঙ্গত, গ্রুপ পর্বে পাকিস্তানের ব্যাটার-বোলার সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে পাকিস্তানের দুই ওপেনারের কথা বলতে হবে আলাদা করে। রিজওয়ান ও বাবর দুজনের রান যথাক্রমে ২১৪ ও ২৬৪। রিজওয়ান করেছেন দুটি ফিফটি আর বাবর করেছেন চারটি ফিফটি। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ আছেন দুর্দান্ত ফর্মে। হারিস শিকার করেছেন ৮ উইকেট আর শাহিন আফ্রিদি পেয়েছেন ৬ উইকেট।
তাই এ পাকিস্তান দলের ওপর ভরসা করতে দ্বিধা করছেন না অনেকেই। বাবরের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের জুটিকে এই বিশ্বকাপের সেরা জুটি হিসেবে আখ্যায়িত করেছেন অনেক ক্রিকেটবোদ্ধা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে পাকিস্তান দল হিসেবেই খেলছে। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ভিন্ন পাঁচজন ম্যাচসেরা হয়েছেন। অর্থাৎ, দলের জয়ে সবাই অবদান রাখছেন। একই একাদশ নিয়ে টানা ম্যাচ জেতার ছন্দটাও পাকিস্তানকে বড় ভরসা জোগাবে আজকের সেমিফাইনালে।