পিরোজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম -২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গত ০২ নভেম্বর ২০২১ পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিরোজপুর এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরিক্ষা-২০২১ এর কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে নতুন নিয়মে শারীরিক পরীক্ষার জন্য ৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। ৭টি ইভেন্ট হচ্ছে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প, ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং।
শারীরিক পরীক্ষায় ৭টি ইভেন্ট সফলভাবে উত্তীর্ণ হয়ে গত ০৫ নভেম্বর ১৭৪ জন পুরুষ, নারী ১৫ জন সর্বমোট ১৮৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
পুলিশ সদর দপ্তর থেকে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে মেধার ভিত্তিতে গত ১৪ নভেম্বর ফলাফল প্রকাশ হয়, এতে ৫১ জন পুরুষ, ২জন নারী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ঐ দিনেই (১৪ নভেম্বর) রাতে ফলাফল প্রকাশ করা হয়। এতে ২১ জন পুরুষ প্রার্থী ও ০২ জন নারী প্রার্থী সহ সর্বমোট ২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়। ০৫ জনকে অপেক্ষায়মান তালিকায় রাখা হয়।
পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর পিরোজপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেব, পুলিশ সুপার পিরোজপুর।
এ সময় পুলিশ সুপার বলেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য পিরোজপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকায় মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ শেষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহণ করবে।