নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতীক পুরুষ, দেবহাটার পারুলিয়া ইছামতি টেকনিকাল কলেজের প্রিন্সিপ্যাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মনিরুজ্জামান মনি (৫১) আর নেই। রবিবার (৬ ডিসেম্বর ২০২০) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।প্রিন্সিপাল শেখ মনিরুজ্জামান মনির গ্রামের বাড়ি তালা উপজেলার ধানদিয়া গ্রামে। তার পিতা এনায়েত করিম সাবেক শিক্ষা অফিসার ছিলেন।
প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।