ঝিনুক টিভি ডেস্ক-
ঝিনাইদহে মাদক বহনের সময় ঢাকা কলেজ ছাত্রসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে সামাউল হক (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মদনা গ্রামের আতিয়ার রহমান(৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলা থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোটচাদপুর উপজেলার কাগমারী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। সেসময় তার কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেনসিডিল।
সেসময় পাশেই থাকা অপর ব্যক্তি সামাউল হককে ১ কেজি গাজা সহ আটক করা হয়। অপরদিকে একই সময়ে জেলা সদরের হলিধানী বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল সহ আতিয়ার রহমান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক ঢাকা কলেজের ছাত্র সোহেল রানা ফ্রিল্যান্সিং সাংবাদিক পরিচয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ফেনসিডিল ঢাকায় নিয়ে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।