অমর একুশে বইমেলা ২০২১ এর প্রথম দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই My father, My Bangladesh প্রকাশিত হবে।
প্রধানমন্ত্রীর লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ৬টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো: Bangladesh Wins Freedom, My father Sheikh Mujibur Rahman, Memories of Tungipara and the Future of Rural Bangladesh, The Murder of Sheikh Mujib and the Attack on Our Young Nation, The House on Dhanmondi Thirtytwo, A Pilgrimage of the Nation.
বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। আর প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিন্ত্রী। বইটির বিনিময় মূল্য নির্ধারিত হয়েছে ২৫০ টাকা মাত্র। বইগুলো অমর একুশের বইমেলায় আগামী প্রকাশনী প্যাভিলিয়নে পাওয়া যাবে বলে জানা গেছে।
বইটির উৎসর্গ পত্রে লেখা হয়েছে ‘My Father Sheikh Mujibur Rahaman and My Mother Sheikh Fazilatun Nesa Mujib (Renu)’.