ডেস্ক রিপোর্ট: বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন এর কাচির চর ও সাহেবের চর এলাকার জনগণের সেবা করতে চায় মোঃ জাকির হাওলাদার।
২০২১ এর ইউনিয়ন নির্বাচনে নাজিরপুর ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তিনি। তার মার্কা ফুটবল।
নিজ অর্থ দিয়ে এলাকার জনগণের জন্য রাস্তা ও ব্রিজ এর মেরামত করে দিয়ে জনগণের চলাচলের সুযোগ করে দেয়। কাচি চর যুব সেবা সংগঠন নামে একটি সেবা মূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।
তার মনের আশা এলাকায় জনগণের সেবা করার সব সময় কারন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর জন্য বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এলাকার জনগণের সেবা করতে চায় তিনি। এলাকার রাস্তা ও ব্রিজ ভাল না ভ্যান গাড়ি ও চলতে অসুবিধা হয়।
ব্রিজ গুলো ঝুঁকিপূন অবস্থা। কেউ কোন খবর বা উন্নয়ন করতে এগিয়ে আশে না।
তাই নিজ তহবিল ও এলাকাবাসীর সহায়তা নিয়ে জনগণের সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখি।
আমি আমার এলাকাটিকে সুন্দর ও ডিজিটাল কাচি চর করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য কামনা করি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নাজিরপুর ইউনিয়নের কাচির চর এবং সাহেবের চর এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নায়নের জন্য সাধারন ভোটের মতমত নিয়ে নির্বাচন করবো বলে মত ব্যাক্ত করেন তিনি।