বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের যশোরের ঝিকরগাছা উপজেলা কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় দারুল উলুম কামিল মাদ্রাসার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩২ টি মাদ্রাসার প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক আরশাফুজ্জামান বাবু সভাপতি, পোদাউলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আদম শফিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ঝিকরগাছা উপজেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে দারুল উলুম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক আরশাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়শনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শাখার আহবায়ক মোঃ আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়শনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আনাম, যশোর জেলা শাখার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু বিপ্লব কুমার সেন ও দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মকলেচুর রহমান। উল্লেখ্য নব গঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।