ডেস্ক রিপোর্ট : সোমবার বিকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় কক্ষে ৮ নং ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে
ডি আর আর এর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা ও সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ওয়ার্ড ডিএমসির সদস্যসচিব আবু হাসান বাচ্চু,
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডি আর আর এর ফিল কডিন্টের রাম প্রসাদ, আলমগীর হোসেন কর্মকর্তা ডি আর আর এ। আরো উপস্থিত ছিলেন ৮ নং ওর্য়াড কর্মি রবিউল ইসলাম, ৭ নং ওর্য়াড কর্মি রিমাআক্তার
ডি এম সি কমিটির সদস্য মাওলানা ফজলুল করিম, গোলাম মোস্তফা ও জামিলা বেগম আকরাম হোসেন সদস্য সি পি জি। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় বক্তারা বলে বুড়িগোয়ালিনী ৮ নং ওর্য়াডে ঘূর্ণিঝড় আমপানের আঘাতে ভেড়িবাঁধ ভেঙ্গে নদির পানি লোকলয়ে প্রবেশ করে আজ পর্যন্ত সেই লোনা পানি অনেকর পুকুরে রয়েগেছে নিষ্কাশন করা সম্ভব হয়নি হাতে পায়ে ঘাঁ পাচড়াঁ হচ্ছে বাচ্ছা দের,
সভার সভাপতির সমাপনি বক্তব্যের পর সভা শেষ করা হয়।