শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ফুটবল খেলার উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার। রোববার বিকাল ৩টায় বুড়িগোয়ালীনি ইউনিয়ান পরিষাদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে ৬ শত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুড়িগোয়ালীনি ইউ পি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসাদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোশারাফ হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, বুড়িগোয়ালীনি ইউনিয়ান যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কম্বল বিতরণ শেষে বিকাল ৪ টায় প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বুড়িগোয়ালীনি ব্যাসিক ফুটবল একাডেমির আয়োজনে ৪ দলীও ফুটবল খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, জেলা পরিষাদের সদস্য ডালিম ঘোরামী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িগোয়ালীনির প্রবীন ব্যক্তিরা।