কিশোরগঞ্জ, ভৈরবে কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার ৩৬ ঘন্টার মধ্য ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ছিনতাইকারীর নাম ইমন মিয়া (১৮)।
শুক্রবার ভোররাতে মুক্তিযোদ্ধার সন্তান কাপড় ব্যবসায়ী মনির হোসেন মৌসমকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীরা ছুরিঘাতে গুরুতর আহত করে। ঘটনার ৩৬ ঘন্টার মধ্য পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত ইমনকে গ্রেফতার করে। ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিটি ভৈরব থানা পুলিশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আরও দুজনকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা ( পিপিএম)। ইমনের বাবার নাম সুমন এবং বাড়ী ভৈরবপুর উত্তর পাড়া। এঘটনায় থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে। ৩৬ ঘন্টার মধ্য মুল অপরাধীকে চিন্হিত করে গ্রেফতার করার জন্য ধন্যবাদ ভৈরব থানা পুলিশ, ধন্যবাদ অফিসার ইনচার্জ ( ওসি)।