মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ফুলবাড়ী নিবাসী মোঃ মোদাচ্ছের আলী মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত। বাইক চালক পলাতক। নিহত ব্যাক্তি বালিদিয়া গ্রামের কাঞ্চন মাতবরের ভগ্নীপতি। দুর্ঘটনাটি ঘটেছে আজ ১৩/১২/২১ইং বিকাল ৫.৩০ মিনিটে বড়রিয়া ও বালিদিয়ার শিকদারের মোড় এর মধ্যেবর্তী স্থানে।
নিহত ব্যক্তি তার জামাই শহিদুলের খড়ের বিচেলি রাস্তার উপর থেকে বাড়ীর ভেতরে নিচ্ছিল কিন্তু হটাৎ দ্রুতগামী মোটরবাইক তাকে চাপা দেয়। বাইক চালক হাসপাতালে যাওয়ার কথা বলে পালিয়ে যায়।
তার গ্রামের নাম হরেকৃষ্ণপুর বলে জানায়। ঘটনাস্থলে সচেতন কোন ব্যক্তি না থাকায় বাইকচালক পালিয়ে যাবার সুযোগ পায়।