মাগুরার মহম্মদপুর সদরের জাংগালিয়া গ্রাম থেকে ২৫ পিছ ইয়াবা ও নগদ সাড়ে ১২হাজার টাকা সহ বাবুল শিকদার নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ ঘটিকায় তাকে আটক করা হয়।
মাদক সংরক্ষন রয়েছে এমন খবরের ভিত্তিতে, মহম্মদপুর থানা পুলিশের এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে এএসআই কামরুল, এএসআই লিয়াকত সঙ্গীয় সদস্যদের নিয়ে মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন ও বাবুল শিকদারকে আটক করেন। এসময় বাবুল শিকদারের কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ও নগদ ১২হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
আটক বাবুল শিকদার জাঙ্গালিয়া বিম্বাস পাড়ার মৃত আজাহের শিকদারের ছেলে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, আটক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।