“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”- এই শ্লোগানকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি মাগুরা সার্কিট হাউজ থেকে বের হয়। র্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা, মহোদয়; ড. আশরাফুল আলম, জেলা প্রশাসক, মাগুরা মহোদয়; জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
এরপর পুলিশ সুপার মহোদয় প্রধান অতিথি মহোদয় ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা, মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং মাগুরা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মাগুরা মহোদয়; আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি মাগুরা কমিউনিটি পুলিশিং ও জেলা আওয়ামী লীগ; আবু নাসের বাবলু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ; শেখ রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা; আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ; জেলা পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ মাগুরা জেলা পুলিশের অন্যন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।