সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন ৮৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজ-এর নির্দেশে জেলা পুলিশের সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
রোববার (১৬ অক্টোবর) জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযান চলাকালে ৩ বছরের সাজা ওয়ারেন্টসহ মোট ১৯টি ওয়ারেন্ট তামিল হয়। এ সময় জেলাব্যাপী অবৈধ ও রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে সর্বমোট ৮৮টি মোটরসাইকেল আটক করা হয় ও ১৩টির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। এ ছাড়া উক্ত অভিযানে ১৫০টি সড়কি, ১০টি বল্লম, ২০টি ঢাল, ৫টি রামদা, ১৩ পিস ইয়াবা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। এ ছাড়া ৬ জন গ্রেফতারসহ ১১টি নন এফআইআর প্রসিকিউশন, ৮২টি লাইনেন্সকৃত পাবলিক বন্দুক চেকিং, ১৮৩ জন অপরিচিত ও সন্ধিগ্ধ বিরুদ্ধে বিরোল ইস্যু করা হয়।