বুধবার (০২ নভেম্বর ২০২২ খ্রিঃ) ডিবি মাগুরার এসআই/কাজী শামসুল আলম, এসআই/শেখ সেকেন্দার আলী, এএসআই/মোঃ হাসানুজ্জামান, এএসআই/মোঃ শাহিদুজ্জামান ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম মাগুরা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানাধীন স্টেডিয়ামপাড়া হতে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ প্রিন্স মাহামুদ (২৫), পিতা- মোঃ বাবর আলী, ২। মোঃ জাসিন আহম্মেদ সোভন (২৮), পিতা- মোয়াজ্জেম হোসেন, ৩। মোঃ নাসিরুল ইসলাম (২৫), পিতা- মোঃ আবু সালেক, সর্ব সাং- স্টেডিয়ামপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা’দের ভারতীয় ০৮ (আট) বোতল ফেন্সিডিল ও ০২ (দুই) বোতল মদ সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।