৪’ঠা জানুয়ারি ২০২৪ দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে মাগুরা জেলা পুলিশের হাতে আটক হওয়া মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সজিব শেখ এর ব্যবহার করা মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনা রয়েছে দলটির, সজীব শেখ এর নামে একাধিক নাশকতার মামলা রয়েছে এর আগে একাধিকবার তিনি পুলিশের হাতে আটক হয়ে জেল খেটেছেন। আজ ৫ই জানুয়ারি ২০২৪ একটি প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা।
তিনি আরো বলেন ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দলটি সারাদেশে যে নাশকতা তাণ্ডব চালানোর পরিচালনা করছে এটি তারই একটি অংশ।
আমি মিডিয়ার মাধ্যমে মাগুরা বাসীকে জানাচ্ছি যে মাগুরা জেলার ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবে কোন রকমের কোন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ছাড় দেয়া হবে না মাগুরায় সর্বমোট ৫ হাজার ৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।