আজ মাগুরা সদর উপজেলার ৩নং কছুন্দি ইউনিয়নের রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ে শান্তি পুর্নভাবে
অলুস্টিত হলো ম্যানেজিং কমিটির নির্বাচন
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
মোট বারোজন অভিভাবক সদস্য পদে প্রতিন্দতিতা করেন,সকলকে পিছনে ফেলে ৩৩৪ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন মোঃ আজাদ বিশ্বাস, ১৩ব০ ভোট পেয়ে ২য় স্থান দখল করেন মোঃ আমিরুল বিশ্বাস,৭২ভোট পেয়ে মোঃ বুলু খাঁন এবং৬৮ ভোট পেয়ে ৪র্থ স্থান দখল করেন মাখন লাল। সকল প্রাথীর এজেন্টদের সম্মুখে ভোট গনণা শেযে ঘোযনা দেন,নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ নুরে নবী বিসি এস কৃযি, কৃযি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা