মাগুরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বুধবার দিনব্যাপী এথলেটিক্স প্রতিযোগিতা, গ্রামীণ উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২এর আওতায় মাগুরা সদর উপজেলায় সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এথলেটিক প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ এবং চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে দুপুরে গ্রামীণ উৎসবে বালকদের বস্তা দৌড় ও বালিকাদের দড়ি লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেষে মাগুরা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শাহানারা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।