মাগুরায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি ভেঙে, নতুন করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠটির সাবেক সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান মিরাজকে আহ্বান করে এই কমিটি ঘোষণা করা হয়।আহবায়ক কমিটির অন্যান্য সদস্যের মধ্যে যারা আছেন, সাবেক কোষাধ্যক্ষ খন্ধকার নজরুল ইসলাম মিলন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম শিমুল রানা, কার্যনির্বাহী পরিষদের সদস্য রিকে শিকদার, মো: সালাউদ্দিন শিমুল, মো: সাইফুল ইসলাম (পাপ্পু) ও মোছাম্মাদ মন্নুজান খাতুন।
গত ২৫/০৬/২৪ মঙ্গলবার ৭:৩০ মিনিটে স্থানীয় সায়েন্স ল্যাবের কনফারেন্স রুমে আগামী ৯০ দিনের জন্য সংগঠনটির সাবেক সভাপতি এইচ, এন কামরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় ঘোষণা করা হয়।
এ সময় সাবেক কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের বাইরেও উপস্থিত ছিলেন,
বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির, মাজেদুল ইসলাম ইভান, জিয়াউল কবির গ্রেনেড, জিল্লুর রহমান ও ইবনুল কায়েস হোসেন রাসেল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এর আগে গত ২০/০৬/২৪ বৃহস্পতিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ,মাগুরা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভায়, বিভিন্ন উপজেলা থেকে আগত স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সংগঠনটির সাবেক সভাপতি, এইচ, এন কামরুল ইসলাম। দীর্ঘ দুই বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি ও গত এক বছর সার্বিক কার্যক্রমের কোন গতি না থাকায়।
বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতাকর্মীদের দাবির মুখে, এক পর্যায়ে পুরাতন মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।