নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্লাকার্ড প্রদর্শনী করেছে শতাধিক তরুণ-যুবক ও শিক্ষার্থীরা।
সোমবার (৬ জুলাই) বিকাল ৪ টায় নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের গেইট সম্মুখে নওয়াবেকী – শ্যামনগর সড়কে তাদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিটের সহ-সভাপতি ও নওয়াঁবেকী ক্রিকেট একাডেমির পরিচালক এস.এম আবির হোসেন এর সভাপতিত্বে উক্ত প্লাকার্ড প্রদর্শনী তে বক্তব্য রাখেন নওয়াঁবেকী মহাবিদ্যালয় ক্রীড়া শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান, সিডিও ইয়ুথ টিম আটুলিয়ার সাধারণ সম্পাদক রমজান হোসেন সাগর, ছাত্রলীগ নেতা মো. আশিক, ফয়সাল হোসেন প্রমুখ।
উক্ত প্লাকার্ড প্রদর্শনী তে বক্তারা বলেন, নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের এই খেলার মাঠ থেকে খেলা করে অনেক কৃতি সন্তান উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া অঙ্গনে অবদান রেখেছে। এছাড়াও মাদক থেকে দূরে রাখতে এই মাঠটি খুবই প্রয়োজন অত্র এলাকার জন্য। তবে এই বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ হতে যাচ্ছে, যা এখানকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটাই দাবী- খেলার মাঠ টা বাদ রেখে পরিত্যক্ত ভবনের স্থলে নতুন ভবন নির্মাণ করা। যাতে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে এই অঞ্চলের হাজারো যুব সমাজ নিজেদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারে।