জন্মদিনে হবু স্বামী সনি পোদ্দারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তার বাড়ি কুমিল্লায়।
ছয় বছর প্রেম করেছেন মিম ও সনি। অবশেষে মিম নিজের জন্মদিনে বাগদান সেরেছেন প্রেমিকের সাথে। গতকাল বুধবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, মিমের এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে পরিচয়। এরপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। এরপর নিজের পছন্দের মানুষকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।