নিউজ প্রকাশ :
শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৯:৪৮ অপরাহ্ন
সেয়ার করুনঃ
রাজশাহী-নওগা মহাসড়কের মোহনপুর সইপাড়া দেশ কোল্ড সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে মটর সাইকেল চালকসহ ১ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবিদ হোসেন (২০) রাজশাহী মহানগরীর সাগরপাড়া (বল্লবগন্জ) ঘোড়ামারা এলাকার মাসুদ রানার ছেলে। এ ঘটনায় নিহত অপর আরোহী হলেন শিরোইল কলোনী এলাকার মশিউর রহমানের ছেলে রায়হান (২০)। প্রত্যক্ষদর্শী ও মোহনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী হতে মোটরসাইকেল যোগে ভবানিগন্জ বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় পথে আজ ১১ মার্চ শুক্রবার বিকাল ৪টা ১৫ মিনিট উপজেলার সইপাড়া দেশকোল্ড স্টোরেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী রায়হানকে প্রথমে মোহপুর সরকারি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে তার সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রামেক এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই আবু বাক্কার সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন দূর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।