
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গতকাল ০৯/০৩/২০২২ তারিখ বিকাল ৪.৩০ টায় পুঠিয়া থানাধীন সাধনপুরের পঙ্গু শিশু নিকেতন মাঠে বর্ণিল আয়োজনে মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণ এর সমাপনী কুচকাওয়াজ – ২০২২ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্যারেডের সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয়। সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয় । মনোরম প্যারেড প্রদর্শন করেন রাজশাহী রাজশাহী জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহনকারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পুঠিয়া ও বাগমারার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ,রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগণসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩/২/২০২২ তারিখ রাজশাহী পুলিশ লাইন্সে মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম আরম্ভ হয়ে ২/৩/২০২২ তারিখ হতে পুঠিয়ার সাধনপুরে মাঠ পর্যায়ের ক্যাম্প প্রশিক্ষণ শুরু হয়। পনের দিনব্যাপী এই ক্যাম্প প্রশিক্ষণে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ১৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহন করেন। : মো: ইফতেখায়ের আলম,অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী