
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক তরুণের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে তার মৃত্যু হয়েছে।তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।রোববার (১৬ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওই তরুণের বয়স ২০ বছর। তিনি পাবনা জেলার অধিবাসী।করোনা পজিটিভ হওয়ার তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছি। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে রোববার সকাল ৯টা পর্যন্ত ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৪ জন এবং নাটোরের ৪ জন রোগী রয়েছেন।এর মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। আর এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগী ভর্তি আছেন ৬ জন।এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৩ করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।