মোঃ আনিছুর রহমান কৈখালী প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বহুতল ভবনে প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়নের ১ নং ওয়াডের বিভিন্ন মসজিদ থেকে আসা হাজার হাজার তৌহিদে জনতা। আজ ০৬/১১/২০২০ রোজ শুক্রবার জুম্মার নামাজের পর কৈখালী বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল টি কৈখালী ১ নং ওয়ার্ড ঘুরে এসে পূর্ব কৈখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া বক্তরা ফ্রান্স আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় বিশ্বের শতকোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান মাল ,সন্তান, পিতা-মাতা থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে বেশি ভালবাসি।
তারা আরো বলেন, অনতি বিলম্বে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা ফ্রান্স কে বয়কট ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করেন।