হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মক ভোট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উল্লেখিত ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে এই মক ভোট অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ইউনিয়নের অন্তর্গত বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য হারে মক ভোটে অংশ গ্রহনকারীদের দেখা মিলে।
কেন্দ্রের দায়িত্বরতদের সাথে আলাপ কালে তারা জানান, ইভিমের মাধ্যেমে জালভোটের সুযোগ নেই অনেক ভোটার তা সহজ বলে যানাচ্ছেন। তবে বেশকজন ভোটার ফিঙ্গার ও তথ সংক্রান্ত জামেলার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য ৪র্থধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ।