নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার নওয়াবেকীতে ১০নং আটুলিয়া ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে আজ রবিবার (৫ জুলাই) বিকাল ৪ টায় এই কমিটি গঠন ও আলোচনা সভা’টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি এম. রহমত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ইমরান নাজির (লিমন) কে সভাপতি ও মোঃ শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট ১০ নং আটুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক কবির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদর শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি মিলন হোসেন, আব্দুল আলিম, সংগঠনিক সম্পাদক সাগর হোসেন, মুনজুর ইলাহী সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আটুলিয়া ইউনিয়নের নবগঠিত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।