সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ও ভারপ্রাপ্ত বিচারক নারী ও শিশু নির্যাতন আদালত আবারও এক যুগান্তকারী, এবং মানবিক আদেশ দিলেন, আর আদেশ টি কল্যানে শ্যামনগর বাসস্টান্ডে কুড়িয়ে পাওয়া নব জাতক পুত্র শিশুটির দত্তক পেলো রাজধানী ঢাকার জাহাঙ্গীর ফারজানা দম্পত্তি। গতকাল বিজ্ঞ আদালত শিশুটিকে ফারজানা বেগম, জং মোঃ জাহাঙ্গীর ইসলাম, বাসা ৭১/১/জে/৭ উত্তর যাত্রাবাড়ী, এক নম্বর গেট কে দত্তক দেওয়ার অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত শ্যামনগর উপজেলাধীন সদরের ঢাকা বাসটার্মিনালের সন্নিকটে কালভাটের উপর পলিথিন ব্যাগে কে বা কারা একটি নবজাতক শিশুকে ফেলে রেখে চলে গেলে বাস টার্মিনালের মসজিদের মোয়াজ্জিন সামসুর রহমান শিশুটিকে দেখতে পেয়ে নবজাতককে তার বাড়ীতে আনে পরবর্তিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শিশুটিকে হাসপাতালে ভর্তি পরবর্তি চিকিৎসার ব্যবস্থা করে, শিশুটিকে দত্তক নিতে দেশের বিভিন্ন এলাকা হতে তেইশটি আবেদন জমা পড়লে বিজ্ঞ আদালত শিশুটির দত্তকের বিষয়ে গতকাল আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালত পর্যবেক্ষণে বলেন, দত্তক গ্রহনকারীদের আর্থিক অবস্থা বিবেচনা করিয়া, সামাজিক এবং অন্যান্য দৃষ্টিকোন হইতে আদালত শিশু পুত্রটির সার্বিক মঙ্গলার্থে ফারজানা বেগম, জং মোঃ জাহাঙ্গীর ইসলাম কে দত্তক দেওয়ার অনুমিত প্রদান করা হইল। বিজ্ঞ আদালত আদেশে আরও বলেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শিশু কল্যান বোর্ড কালিগঞ্জ সাতক্ষীরার মাধ্যমে শিশু পুত্রটিকে ফারজানা বেগম, জং মোঃ জাহাঙ্গীর ইসলাম বরাবর প্রদানের নির্দেশ প্রদান করা হলো। গতকাল জনাকীর্ণ আদালতে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের যুগান্তকারী, মানবিক আদেশের মাধ্যমে নবজাতক শিশু পুত্রটির আশ্রয় হলো। আদালতে উপস্থিত আইনজীবী, বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টরা এমন যুগান্তকারী আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।