শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয় । দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চত্বরে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জলন এর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর কালিগঞ্জ) আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, প্রভাষক মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিত বিন শফিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ আনিসুর রহমান মল্লিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।