শ্যামনগর প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে বিভিন্ন কর্মসূচির আওতায় ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম চললেও এটি হচ্ছে পৃথক কর্মসূচি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় শ্যামনগরে প্রধানমন্ত্রী’র কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ”ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান ” প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় উপজেলা সদরের ইসমাইলপুরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর হাঠ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ। উক্ত প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় মোট ২৯০ টি ঘর নির্মাণ করা হবে বলে জানাযায়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।