আজ ১৬ জুলাই শুক্রবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবীর।
তিনি শ্যামনগরের কোলঘেষা সুন্দরবনের মনোরম দৃশ্য সম্বলিত আকাশলীনা ইকো ট্যুরিজম পরিদর্শন করেন। পরবর্তীতে বিকাল ৩ টায় তিনি শ্যামনগর গৌরিপুরে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গৃহহীনদের মাঝে প্রদানকৃত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং ঘর পাওয়া ব্যক্তিদের খোজ খবর নিয়েছেন। গৃহহীনদের মাঝে প্রদানকৃত আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মান ও সুষ্টভাবে প্রদানের জন্য তিনি দ্বায়িত্বরত সকলকে ধন্যবাদ জানান।
পরিদর্শন পরবর্তী সময়ে মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসক বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগরের ৪২টি ক্লিনিকের মাঝে পার্লস অক্সিমিটার বিতরণ করেন। পার্লস অক্সিমিটার বিতরন সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়াত, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মোঃ সাইদ-উজ-জামান সাঈদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স এর ডাক্তার বৃন্দ, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বৃন্দ।