শাহাদাত হোসেন,কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উত্তর শ্রীপুর ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে উত্তর শ্রীপুর জাগরণী ফুটবল একাদশ ফাইনালে উঠেছে।সোমবার বিকালে উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের আয়োজনে উত্তর শ্রীপুর ফুটবল মাঠে দেশী বিদেশী খেলোয়ারদের নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় নির্ধারতি সময়ে কোন দলই গোল করতে না পেরে। পরে টাইব্রেকারে মাধ্যমে খেলাটি শেষ হয়।খেলাটি পরিচালনা করেন, রেফারি অহিদ বাবু, সহকারী মোমেন হোসেন , বাবু ও মিজানুর রহমান,,। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিলন হোসেন,।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ফিফা রেফারি ইকবাল আলাম বাবলু, ইউপি সদস্য আব্দুল খালেক, ইউপি সদস্য বিভাস সরকার, মহিলা ইউপি সদস্যা মমতাজ বেগম,ও শরিফুল ইসলাম মধু, আশরাফুল ইসলাম সাবু প্রমুখ।