শ্যামনগর প্রতিনিধিঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন উপলক্ষ্যে করনীয় শীর্ষক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার ডিসি মোস্তফা কামালের সঞ্চালনায় শুক্রবার বিকাল ৫ টায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ও খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মহিদ উদ্দীন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস,এম,মোস্তফা কামাল,বিজিবি রিভারাইন কমান্ডিং অফিসার ও ভারপ্রাপ্ত বিজিবি কমান্ডিং অফিসার লেঃকমান্ডার মিল্টন কবীর,সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ সারাফত হোসেন,সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন সরকার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম,আবুজর গিফারী,শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন,শ্যামনগর সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ শহিদুল্লাহ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন,কৈখালী কোষ্টগার্ড কর্মকর্তা আলম, পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার, সহ বিভাগীয় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের প্রধানগনের দায়িত্ব সঠিক ভাবে পালনের দিক নির্দেশনা প্রদান করেন।