শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবুর নাম জড়িয়ে উড়ো চিঠি পাঠানোর ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী হয়েছে। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পরিচয়ে রেজওয়ানুল আজাদ নিপুন নামের তাঁতীলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাদী হয়ে গত ২১ মার্চ শ্যামনগর থানায় ১০৪৭ নং সাধারণ ডায়েরী করেছেন।
সুত্র জানায়, নিজেকে নারী পরিচয় দিয়ে অজ্ঞাত স্থান থেকে একের পর এক চিঠি পাঠানো হচ্ছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানসহ সরকারি দপ্তর সমুহে। মানহানীকর ও কুরুচীপূর্ণ ভাব-ভাষার ঈঙ্গিতপূর্ণ এসব চিঠি ডাকযোগে সদর ইউনিয়নের নারী সদস্যদের পাশাপাশি অন্য কয়েক জনপ্রতিধির কাছেও পাঠানো হয়েছে। চিঠিসমূহে প্রাপকের নাম ঠিকানা যথাযথভাবে উল্লেখ থাকা সত্ত্বেও প্রেরকের স্থানে মিথ্যা ও ভুল নাম ঠিকানা ব্যবহার করা হচ্ছে। এমনকি পত্র প্রেরনকারীর নামের পাশে ০১৩০৯৩৯০২৭০ নম্বর লেখা হলেও তা বন্ধ পাওয়া যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. জহুরুল হায়দারের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করা হচ্ছে বলে তার কর্মী সমর্থকরা জানিয়েছেন।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গত ২১ মার্চ এমন অভিযোগে সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে।