আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দুর্যোগ ঝুঁকি হ্রসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল মনসুর আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম, অানসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা রানুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।