আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর সাপাহারে ‘বিডি ক্লিন’নের পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে, “আমরাই পারি সাপাহারকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন ও বিডি ক্লিন’র সদস্যদের নিয়ে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। শুরুর আগে সদস্যদের শপথ বাক্য পাঠ করানোও হয়।
সাপাহার উপজেলাকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে গড়ে তোলার লক্ষ্য’কে সামনে রেখে কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কাজ করে যাচ্ছেন বিডি ক্লিন সাপাহার শাখার একদল তরুনরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন নওগাঁ এর সমন্বয়কারী মারুফ ও সাপাহার এর সমন্বয়কারী বোরহান ও বিডি ক্লিন এর একদল তরুণ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন।