আবু বক্কার ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধ: নওগাঁর সাপাহারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে “মানবিক বাংলাদেশ সোসাইটি সপাহার উপজেলা শাখার পক্ষ থেকে সকল ভাষাসৈনিক ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
দিবসের শুরু লগ্নে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মানবিক বাংলাদেশ সোসাইটির স্থানীয় নেতৃবৃন্দ। পরবর্তী সময়ে রবিবার বিকেলে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর আইহাই হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআনন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি সপাহার উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার রাসেল, সাধারণ সম্পাদক এমরান হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিব ও সদস্য বৃন্দ।