আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা দেশব্যাপী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেল সোয়া ৪ টায় উপজেলা মহিলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ-সভাপতি সাজেদুল আলম মাষ্টার, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, যুবলীগ, ছাত্রলীগ, দলীয় অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।